লাদাখের মাটিতে বসে সীমান্ত পেরোনো চিনা বিমান বা কপ্টার ধ্বংস করবে ভারতের এয়ার ডিফেন্স মিসাইল

আমাদের ভারত,২৫ আগস্ট:লাল ফৌজের কপ্টার হোক বা বিমান সীমান্ত পেরোলেই ভারতের এয়ার ডিফেন্স মিসাইলের নিশানায় চলে আসবে। সীমান্ত পেরিয়ে চিনা কপ্টার ঢুকে পড়ার কথা মাথায় রেখেই পূর্ব লাদাখের বিভিন্ন জায়গায় নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম মোতায়েন করল ভারত। পূর্ব লাদাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সরঞ্জাম মোতায়েন করছে চিন। ফলে পিএলের কপ্টার সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়তে পারে সেই কথা চিন্তা করেই মিসাইল মোতায়েন করেছে ভারত বলে জানা গেছে।

সুত্রের খবর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রাশিয়ার তৈরি ইগলা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সহ সেনা মোতায়েন করেছে ভারত। ভারতের আকাশ সীমায় কোন চীনা বিমান ঢুকে পড়লে তাকে প্রতিহত করবে এই মিসাইল।

রাশিয়ার তৈরি এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ব্যবহার করে ভারতীয় সেনা ও বায়ু সেনা। ইগলা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম খুব সহজে ব্যবহার করা যায়।

ইতিমধ্যেই চিনা ফৌজের বিমান ও কপ্টারের ওপর নজরদারির জন্য লাদাখের বিভিন্ন এলাকায় রাডার বসানো হয়েছে। এবার মাটি থেকে বাতাসের নিক্ষেপ করা যায় এমন মিসাইল মোতায়েন করল ভারত।

চিনা আগ্রাসনের কথা চিন্তা কর মে মাসে প্রথমেই সু-৩০ এয়ার ক্রাফট মোতায়েন করেছিল বায়ুসেনা ।এছাড়া একাধিক উন্নত মানের ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে লাদাখের একাধিক এলাকায় কড়া নজরদারি রেখে চলেছে ভারতীয় বায়ুসেনা। চিনা আগ্রাসনের জবাব দিতে লাদাখে তৈরি ভারতের সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *