India, Russia, Japan, রাশিয়া ও জাপানকে পিছনে ফেলে শক্তিশালী দেশের ইনডেক্সে তৃতীয় নম্বরে উঠে এলো ভারত

আমাদের ভারত, ২৮ নভেম্বর: অর্থনীতি থেকে সামরিক শক্তি, ক্রমেই আত্মনির্ভর হয়ে উঠছে ভারতবর্ষ। একদিকে যেমন জঙ্গি হামলার জবাব দিতে শত্রু দেশের সীমানায় ঢুকে জঙ্গি খাঁটি গুঁড়িয়ে দিতে দুবার ভাবছে না নয়া ভারত। অন্যদিকে আবার মহামারির সময় বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন পৌঁছে দিয়ে মানবিকতার নতুন নজির গড়েছে। এই সবকিছুর কারণেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের গুরুত্ব বেড়েছে। এর ফলেই শক্তিশালী দেশের তালিকায় তৃতীয় স্থানে উঠে গেল ভারত।

২০২৫ সালে পাওয়ার ইনডেক্সে জাপান ও রাশিয়ার মতো দেশকে ভারত পিছনে ফেলেছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত থিংক ট্যাঙ্ক লোই ইনস্টিটিউট- এর সমীক্ষায় ২০২৫ সালে পাওয়ার ইনডেক্সে ভারতের আগে শুধু রয়েছে আমেরিকা ও চীন।

লোই ইনস্টিটিউট তাদের ২০২৫ সালের বার্ষিক পাওয়ার ইনডেক্স প্রকাশ করেছে। ৮টি বিষয়ে ১৩১টি সূচকের উপর নির্ভর করে এই রিপোর্ট প্রকাশ করেছে তারা।

তার মধ্যে রয়েছে সামরিক ক্ষমতা, প্রতিরক্ষা নেটওয়ার্ক, অর্থনৈতিক ক্ষমতা, কূটনীতি এবং সাংস্কৃতিক প্রভাব। ২৭টি দেশের নাম রয়েছে সেই সমীক্ষায়।

তালিকায় প্রথমে রয়েছে আমেরিকা। লোই ইনস্টিটিউট- এর মতে ১০০-র মধ্যে আমেরিকা পেয়েছে ৮১.৭। দ্বিতীয় স্থানে আছে চীন। সে পেয়েছে ৭০.৭। আগের বারের চেয়ে চীনের ১ পয়েন্ট বেড়েছে। আর এরপরেই উঠে এসেছে ভারত। তৃতীয় স্থানে থাকা ভারত পেয়েছে ৪০। চতুর্থ স্থানে রয়েছে জাপান, পঞ্চম স্থানে রাশিয়া। ২০১৯ সালের পর রাশিয়ার অবস্থানের ওপরে উঠে এলো ভারত। এই তালিকায় পাকিস্তান পেয়েছে মাত্র ১৪.৫ পয়েন্ট।

ভারতের অগ্রগতি নিয়ে লোই ইনস্টিটিউট তাদের রিপোর্টে বলছে, ২০২৫ সালে এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের অর্থনীতি ও সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের অর্থনীতি দৃঢ়ভাবে বৃদ্ধি পাচ্ছে। ভারতের সামরিক ক্ষমতাও ক্রমাগত উন্নতি হচ্ছে। কোভিড-১৯ মহামারীর পর থেকে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত কয়েক মাসে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে চাপানউতোর চলেছে। আমেরিকা ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্কো চাপিয়েছে।তার মোকাবিলায় দেশবাসীকে ভারতীয় পণ্য বেশি করে ব্যবহারের আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী।

এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। খুব তাড়াতাড়ি এক ধাপ উপরে উঠে আসবে বলেও আশাবাদী বিশেষজ্ঞরা সামরিক সরঞ্জামের ক্ষেত্রেও আত্মনির্ভর হয়ে উঠেছে ভারত। এখন শুধু নিজের সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম তৈরি করছে না ভারত। রপ্তানিও করছে। বিশ্বে একাধিক দেশে ভারতের সামরিক সরঞ্জামের চাহিদা বেড়েছে।

যে কোনো হামলার মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনীর শক্তি আরো বেড়েছে। জঙ্গি হামলার মোকাবিলায় শত্রু দেশে ঢুকে জঙ্গি খাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। অপারেশন সিঁদুর তার উদাহরণ। বিশেষজ্ঞদের মতে এশিয়া জুড়ে ক্রমশই আধিপত্য বিস্তার করছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *