আমাদের ভারত, ৩ সেপ্টেম্বর:
ভারত ও রাশিয়ার মধ্যে আবারো আলোচনায় এসেছে এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা। রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি সংস্থার শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই এস ৪০০ ব্যবহার করছে এবং নতুন সরবরাহের বিষয়ে আলোচনা চলছে দু দেশের মধ্যে।
উল্লেখ্য, ২০১৮ সালে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস ৪০০ সিস্টেম কেনে ভারত। তবে সেই প্রকল্পে বারবার দেরি হয়ে যায়। শেষে দুটি ইউনিট ২০২৬ এবং ২৭ এ আসবে বলে নির্ধারিত হয়েছে।
এদিকে রুশ বিদেশ মন্ত্রী জানিয়েছেন, আমেরিকার হুঁশিয়ারিকে উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে সম্পদ কেনা বন্ধ করেনি, ভারতের এই অবস্থানে প্রশংসা করছে মস্কো।
ফ্রান্স, ইসরাইল থেকে সাম্প্রতিক সময়ে অস্ত্র বেশি কেনা হলেও এখন রাশিয়াই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী দেশ। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতে ৩৬ শতাংশ অস্ত্র আমদানি হয়েছে রাশিয়া থেকে।
ট্যাঙ্ক, যুদ্ধ বিমান হেলিকপ্টার থেকে শুরু করে একাধিক যৌথ প্রতিরক্ষা প্রকল্প চলছে ভারতের দীর্ঘ সহযোগী রাশিয়ার সঙ্গে। এর মধ্যে রয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কর্মসূচি। পিএ ৯০ ট্যাংক ও সুখোই ৩৫ এম কে আই যুদ্ধ বিমান। অপারেশন সিঁদুরে পাকিস্তানকে পাল্টা জবাবে এস ৪০০র ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
অপারেশন অর্গানাইজেশনের বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট পুতিনের বৈঠক হয়। দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে থাকার বার্তা দেন দুজনেই। পুতিন বলেন ভারত রাশিয়া সম্পর্ক শুধু দুই দেশের মানুষ নয় বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ।
ডিসেম্বরে ভারত সফরের জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। বলেছেন, ১৪০ কোটি ভারতীয় তাঁর অপেক্ষায় রয়েছে। বৈঠকের আগে ৩৫ মিনিট গাড়িতে একান্ত আলোচনা করেন দুই নেতা। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত সমাধানের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী।