আমাদের ভারত, ৯ জুলাই: রাশিয়া ভারতকে তাদের তৈরি পঞ্চম প্রজন্মের সু ৫৭ ই ট্যাস্ক ফাইটার ও ৪.৫ জেনারেশনের অ্যাডভান্স সু ৩৫ এম এয়ার সুপিওরিটি জেট দেওয়ার প্রস্তাব দিয়েছে পুতিনের দেশ।
চিনের কাছ থেকে পঞ্চম প্রজন্মের জে-৩৬ যুদ্ধবিমান পাচ্ছে পাকিস্তান। প্রায় ৪০টি পঞ্চম জেনারেশনের এয়ারক্রাফট শীঘ্রই হাতে পেতে চলেছে ইসলামাবাদ। এটা ভারতের জন্য মোটেই সুখকর নয়। তাই ভারতের কাছে নব্য প্রযুক্তির এই স্টেলথ ফাইটের জেট থাকা খুব জরুরি হয়ে উঠেছে। এই ধরনের অ্যাডভান্স মিডিয়াম কম্বাট এয়ার ক্রাফট তৈরি করতে ভারতের প্রতিরক্ষা বিভাগের অন্তত ৯- ১০ বছর সময় লেগে যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতকে সাহায্য করতে তৈরি রাশিয়া।
আগামী সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার কথা রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের। সেই সময় যুদ্ধ বিমান কেনা নিয়ে চুক্তি হতে পারে। চীন- পাকিস্তানের চেয়ে বেশি শক্তিশালী হতে আপাতত মিত্র দেশের কাছ থেকে বেশ কয়েকটি পঞ্চম জেনারেশনের যুদ্ধবিমান কেনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং।
রাশিয়ার অস্ত্র রপ্তানি সংস্থার রসটেক ও সুখোইয়ের তরফে প্রস্তাবে বলা হয়েছে নাসিকে হিন্দুস্তান অ্যারোনটেক্স লিমিটেডে সু-৫৭ ই স্থানীয়ভাবে যাতে ভারত তৈরি করতে পারে তার জন্য রাশিয়া সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার করতে রাজি। হ্যালের ওই জায়গায় এর আগেও রাশিয়া সাহায্যে ২২০ কে বেশি সু ৩০ এম কে আই যুদ্ধবিমান তৈরি করেছে প্রতিরক্ষা মন্ত্রক।
সু-৫৭ ই স্টেলথ ফাইটার জেট তৈরির কৌশলও সোর্স কোড ভারতকে শিখিয়ে দেওয়ার প্রস্তাব দিলেও সু-৩৫ এম ভারতকে সরাসরি রপ্তানি করতে চাইছে রাশিয়া।
ভারতের মাল্টি রোল ফাইটার এয়ার ক্রাফ্ট টেন্ডারের মাধ্যমে ১৭টি সু-৩৩ এম ৪.৫ প্রজন্মের স্টেলথ জেট পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে পুতিনের দেশ।
রসটেকের প্রস্তাব অনুযায়ী ভারতে জরুরি প্রয়োজনের কারণে আগামী তিন- চার বছরের মধ্যে ভারতীয় বায়ু সেনাকে আপাতত কুড়ি থেকে ত্রিশটি সু-৫৭ পাঠাতে চায়। ২০৩০ সালের মধ্যে আরো ৭০ থেকে ১০০টি জেট পাঠাতে পারবে সংস্থাটি। যুদ্ধের কারণে সম্প্রতি সু-৩৫ এর উৎপাদন দ্বিগুণ করেছে রাসটেক। তাদের বিশ্বাস, অপারেশন সিঁদুর অভিযানের পর পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগলে দিল্লির প্রয়োজন হবেই এই যুদ্ধবিমানের। রাশিয়া তাদের প্রস্তাব পত্র ভারতকে পাঠিয়ে আত্মবিশ্বাসী থাকলেও ভারতীয় বায়ু সেনা রাফালের চেয়ে সু-৩৬ এম’কে বেশি গুরুত্ব দেবে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। ৪.৫ জেনারেশন প্ল্যাটফর্মের যুদ্ধবিমানগুলির মধ্যে রাফাল ভীষণ পছন্দের ভারতের। ২০১৬ সালের চুক্তি অনুযায়ী বায়ু সেনার কাছে ৩৬ লটি রাফাল যুদ্ধবিমান রয়েছে।