Ratan Tata, ভারত এক অমূল্য রত্ন হারালো, রতন টাটাকে শ্রদ্ধা মোহন ভাগবত, দ্রৌপদী মুর্মু এবং শাহর

আমাদের ভারত, ১০ অক্টোবর: দেশে বিখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোক জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

এক শোক বার্তায় মোহন ভাগবত এবং দত্তাত্রেয় হোসবলে জানিয়েছেন, “দেশের বিখ্যাত শিল্পপতি শ্রী রতন টাটার মৃত্যু সমস্ত ভারতীয়দের জন্য অত্যন্ত দুঃখজনক। তাঁর মৃত্যুতে ভারত এক অমূল্য রত্ন হারালো। ভারতের বিকাশযাত্রায় রতন টাটার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শিল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নতুন এবং প্রভাবী উদ্যোগের পাশাপাশি অনেক শ্রেষ্ঠ আচরণীয় মানদণ্ডও স্থাপন করেছেন। সমাজের স্বার্থানুকূল সব ধরনের কাজে তাঁর নিরন্তর সহযোগিতা ও অংশগ্রহণ ছিল। জাতীয় ঐক্য ও নিরাপত্তার ইস্যু হোক বা উন্নয়নের যে কোনো দিক হোক বা কর্মরত কর্মচারীদের কল্যাণ হোক, রতনজী তাঁর অনন্য চিন্তাভাবনা ও কাজের জন্য অনুপ্রেরণাদায়ী ছিলেন। বহুল উচ্চতায় পৌঁছানোর পরেও তাঁর সরলতা ও নম্রতা অনুকরণীয় হয়ে থাকবে। আমরা তাঁর পবিত্র স্মৃতির প্রতি আমাদের বিনম্র শুভেচ্ছা ও আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। ঈশ্বরের কাছে দিবঙ্গত আত্মার শান্তি কামনা করি।

“নৈতিকতার সাথে শ্রেষ্ঠত্বর মেলবন্ধন করেছিলেন,” এক্সবার্তায় এভাবেই স্মৃতিচারণ করেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি লিখেছেন, ‘শ্রী রতন টাটার দুঃখজনক মৃত্যুতে, ভারত এমন একজন প্রতীককে হারালো যিনি কর্পোরেট বৃদ্ধিকে জাতি গঠনের সাথে এবং নৈতিকতার সাথে শ্রেষ্ঠত্বর মেলবন্ধন করেছিলেন।”

রাষ্ট্রপতি লিখেছেন, “পদ্মবিভূষণ এবং পদ্মভূষণের এই প্রাপক মহান টাটা উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে এটিকে আরও চিত্তাকর্ষকভাবে বিশ্বে উপস্থিতি দিয়েছেন। তিনি অভিজ্ঞ পেশাদার এবং তরুণ ছাত্রদের অনুপ্রাণিত করেছিলেন। জনহিতৈষী ও দাতব্য কাজে তাঁর অবদান অমূল্য। আমি তাঁর পরিবার, টাটা গ্রুপের পুরো দল এবং বিশ্বজুড়ে তাঁর ভক্তদের প্রতি সমবেদনা জানাই।”

শোক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছে,
“নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছেন। কিংবদন্তি শিল্পপতি এবং সত্যিকারের জাতীয়তাবাদী শ্রী রতন টাটা জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি নিঃস্বার্থভাবে আমাদের দেশের উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছেন।”

বুধবার গভীর রাতে এভাবে সদ্যপ্রয়াত রতন টাটার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিতবাবু দুজনের সৌজন্যসাক্ষাতের ছবি-সহ এক্স হ্যান্ডলে লিখেছেন, “যতবারই আমি তাঁর সাথে দেখা করেছি, ভারত এবং এর জনগণের উন্নতির জন্য তাঁর উদ্যোগ এবং প্রতিশ্রুতি আমাকে বিস্মিত করেছে।

আমাদের দেশ এবং এর জনগণের কল্যাণে তাঁর প্রতিশ্রুতি লক্ষ লক্ষ স্বপ্নকে প্রস্ফুটিত করেছিল। সময় রতন টাটা জিকে তাঁর প্রিয় জাতির কাছ থেকে কেড়ে নিতে পারে না। তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। টাটা গ্রুপ এবং তাঁর অগণিত ভক্তর প্রতি আমার সমবেদনা। ওম শান্তি শান্তি শান্তি!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *