আমাদের ভারত,৫ ডিসেম্বর:ভারতবর্ষে ১০০ কোটি হিন্দু রয়েছে। তাই ভারত হিন্দু রাষ্ট্র। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে টানাপড়েনের মধ্যেই এমনটাই দাবি করেছেন গোরখপুরের বিজেপি সাংসদ রবি কিসান।
সাংবাদিকদের তিনি বলেছেন, ভারতে হিন্দুদের জনসংখ্যা ১০০ কোটি। তাই স্বাভাবিকভাবেই এটা হিন্দুরাষ্ট্র। বিশ্বে অনেক মুসলিম ও খ্রিস্টান রাষ্ট্র রয়েছে। আর সেটা যদি থাকতে পারে তাহলে ভারত কেন হিন্দু রাষ্ট্র হতে পারে না? বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে এক রকম পাগলামি করছে বিরোধীরা।
কংগ্রেস যখন এই বিলে মুসলিমদের টার্গেট করা হয়েছে বলে সরব তখন বিজেপির এই সাংসদ ভারতবর্ষকে হিন্দুরাষ্ট্র তকমা দিয়েছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, বুধবারই নাগরিকত্ব সংশোধনী বিলে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সূত্রের খবর চলতি অধিবেশনে আগামী সপ্তাহেই সংসদে পেশ হতে চলেছে এই বিল। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের সংশোধিত খসড়ার মূল বক্তব্য, প্রতিবেশী দেশ থেকে আসা অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্শী এবং জৈন শরনার্থীরা টানা ৬ বছর ভারতে থাকলে তারা এদেশের নাগরিকত্ব পাবেন।