আমাদের ভারত, ১৮ ফেব্রুয়ারি: ক্যাশলেস লেনদেনে বিশ্বের মধ্যে শীর্ষস্থান দখলের দিকে এগোচ্ছে ভারত। অস্ট্রেলিয়ায় এক আলোচনা সভায় এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয় শংকর। নয়া দিল্লির সিডনি বিজনেস ব্রেকফাস্টে বিদেশমন্ত্রী বলেন, “আপনি যদি নগদ বিহীন লেনদেনগুলির নির্দিষ্ট ইউপিআই আইডি দেখেন আমি মনে করি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক নগদহীন লেনদেনের রেকর্ড করতে চলেছে ভারত। তার দাবি, এটা মোদী সরকারের সাফল্য।
নরেন্দ্র মোদী সরকারের আমলের ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে বিরাট পরিবর্তন এসেছে। এস জয় শংকর বলেন, মানুষের মানসিকতার মধ্যে প্রযুক্তির প্রভাব বেড়েছে তাই ক্যাশলেস লেনদেনে আগ্রহ বেড়েই চলেছে। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাকে কেন্দ্র বিশেষ গুরুত্ব দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জয় শংকরের কথায়, “আমরা মানুষকে ক্যাশলেশ লেনদেনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে উৎসাহিত করি।
২০১৬ সালের ৮ নভেম্বর ভারতীয় অর্থব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। তারপর থেকে ডিজিটাল লেনদেন ইউ আর কোড স্ক্যান করে অথবা নির্দিষ্ট ইউপিআই আইডির মাধ্যমে এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন শুরু হয়। গুগল পে, ফোন পে, পেটিএম প্রভৃতি ইউপিআই অ্যাপের ব্যবহারও ব্যাপক হারে বাড়তে থাকে সেই সময় থেকেই।

