আমাদের ভারত, ২৪ অক্টোবর:
বাজপেয়ীর আমলে কার্গিলের যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করেছিল ভারত। এবারের দীপাবলিতে সেই কার্গিলে সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়ে ইসলামাবাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায় শত্রু আঘাত করলে ভারত প্রত্যাঘাত করবেই। ভারত বিশ্ব শান্তির পক্ষে। কিন্তু শক্তি ছাড়া শান্তি সম্ভব নয়।
সেনাবাহিনীর সামনে, বিশ্ব শান্তির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “শক্তি ছাড়া কখনো শান্তি সম্ভব নয়।” মোদীর স্পষ্ট কথা, “ভারত শান্তি চায়। আমরা বিশ্ব শান্তির পক্ষে। আমাদের কাছে যুদ্ধ হলো শেষ অস্ত্র। সেটা লঙ্কায় হোক বা কুরুক্ষেত্র।
সেনাবাহিনীর উদ্দেশ্যে মোদী বলেন, “গোটা পৃথিবীতে ভারত এখন সম্মানিত হচ্ছে। সমাদৃত হচ্ছে। আপনাদের ভূমিকার কারণে। আপনারা অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়িয়ে আছেন সীমান্তে। তাই দেশের মানুষ সুরক্ষিত। কিন্তু শত্রু যদি আঘাত হানে, তাহলে ভারত জানে কীভাবে তাদের জবাব দিতে হয়।”
মোদীর আমলেই উড়িতে জঙ্গি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল। তারপর পুলওয়ামার ঘটনার পর বালাকোট এয়ার স্ট্রাইক উল্লেখ যোগ্য প্রত্যাঘাত হিসেবে মনে রাখা হবে। আজ দীপাবলীর দিনে মোদী আবারও বার্তা দিলেন, আঘাত হানলে প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত।
২০১৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিটি দীপাবলি সেনাবাহিনীর সঙ্গে উদযাপন করেন প্রধানমন্ত্রী। সিয়াচেন, অমৃতসর, লাহুল স্পিতি, রজৌরি। এবার তিনি কার্গিলে গিয়ে সেই ধারা অব্যাহত রেখেছেন।
সোমবার সকালে কার্গিলে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাওয়ানদের হাতে মিষ্টি ও উপহার তুলে দেন। তিনি বলেন, “আমি সৌভাগ্যবান যে ভারতের বীর যোদ্ধাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে পারছি। এর থেকে ভালো দীপাবলি উদযাপন আর কিইবা হতে পারে।” তিনি বলেন, দীপাবলি মানে আতঙ্কের বিনাশ, যা কার্গিল যুদ্ধে ভারতের জওয়ানরা করে দেখিয়েছিল।
একইসঙ্গে তিনি বলেন, “ভারতের উন্নতির পথে প্রধান বাধা দাসত্বের মানসিকতা। ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে ভারত স্বাধীন হয়েছে তবু দাসত্বের মানসিকতা যায়নি। কিন্তু ধীরে ধীরে ভারত দাসত্বের মানসিকতার থেকে মুক্তির পথে এগিয়ে চলেছে। দেশের রাজধানীর রাজপথ এতদিন দাসত্বের প্রতীক হয়ে দাঁড়িয়ে ছিল। এখন সেই সড়কের নাম কর্তব্য পথ। ইন্ডিয়া গেটের সামনে দাসত্বের প্রতীক বিদ্যমান ছিল। সেখানে এখন ভারতের গর্ব, ভারতের বীর নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি শোভা পাচ্ছে। ভারতীয় নৌ বাহিনীকে দাসত্বের প্রতীক থেকে মুক্তি দেওয়া হয়েছে। নৌবাহিনীতে এখন শোভা পাচ্ছে বীর শিবাজী প্রতীক।”
A spirited Diwali in Kargil! pic.twitter.com/qtIGesk98x
— Narendra Modi (@narendramodi) October 24, 2022