আপনাদের কল্পনার বাইরের অনেক কিছু আছে ভারতে, “গঙ্গা বিলাস” উদ্ধোধনে বিদেশি পর্যটকদের বললেন মোদী

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: শুক্রবার ভার্চুয়ালি বারানসি থেকে ডিব্রুগড়গামী নদী ক্রুজ গঙ্গা বিলাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা কিছু আপনারা কল্পনা করতে পারেন তার সবকিছুই আছে ভারতে। এমন কি আপনাদের কল্পনার বাইরেও অনেক কিছু আছে ভারতে। বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ “গঙ্গা বিলাসে”র উদ্বোধন করে বিদেশি পর্যটকদের উদ্দেশ্যে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ক্রুজকে সবুজ পতাকা দেখানোর আগে মোদী বলেন, “আজ সেই সব বিদেশি পর্যটকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এই ক্রুজের প্রথম সফরে শামিল হয়েছেন। আপনারা সবাই একটি প্রাচীন শহর থেকে একটি আধুনিক ক্রুজে চেপে সফর শুরু করতে চলেছেন। আমি বিদেশী পর্যটকদের বলতে চাই, আপনারা যা কিছু কল্পনা করতে পারেন তা সব কিছুই আছে ভারতে। আর আপনাদের কল্পনার বাইরেও অনেক কিছু আছে ভারতে।”

মোদী আরও বলেন, “কোনো শব্দের মাধ্যমে ভারতের ব্যাখ্যা করা যায় না। নিজের মনন দিয়ে ভারতকে অনুভব করা যায়। কারণ ভারত সর্বদা দুহাত দিয়ে সকলকে সাদরে অভ্যর্থনা জানিয়েছে। ধর্ম, দেশ, জাতি, বর্ণ নির্বিশেষে বিশ্বের বিভিন্ন প্রান্তে পর্যটক বন্ধুদের আমরা সাদরে অভ্যর্থনা জানিয়েছি”। গঙ্গা বিলাসের প্রথম যাত্রায় আছেন সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক। তাদেরই একজন পর্যটক জানিয়েছেন, ক্রুজটি একেবারে নতুন। এর কর্মীরা দুর্দান্ত। ঘরগুলিও দারুন।

এই গঙ্গা বিলাস ৩২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে ৫১ দিনে। বারানসির রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করেছে ক্রুজটি। ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করবে এই বিলাসবহুল তরী। পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকাকে ছুঁয়ে যাবে এটি। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে ক্রুজটি। যাত্রা শুরুর কুড়িতম দিনে কলকাতায় পৌঁছাবে গঙ্গা বিলাস। সেখান থেকে যাবে বাংলাদেশের রাজধানী ঢাকায়। তারপর গুয়াহাটি এবং শিবসাগর হয়ে ৫১তম দিনে ডিব্রুগড়ে পৌঁছাবে। হেরিটেজ তকমা পাওয়া বিভিন্ন জায়গা সহ যাত্রাপথে ৫০ টি জায়গায় দাঁড়াবে এই বিলাস বহুল ক্রুজটি। গুরুত্বপূর্ণ স্থাপত্য থাকা বিভিন্ন জায়গা, সুন্দরবন কাজিরাঙ্গার মতো জাতীয় উদ্যান, অভয়ারণ্যের মধ্যে দিয়ে গঙ্গা বিলাস যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *