জনসংখ্যার নিরিখে চিনকে টপকালো ভারত, রিপোর্ট প্রকাশ করে জানালো রাষ্ট্রপুঞ্জ

আমাদের ভারত, ১৯ এপ্রিল:
এতদিন বিশ্বের জনবহুল দেশের তকমা ছিল চিনের কাছে। তবে এবার চিনকে টপকে গেল ভারত। জনসংখ্যা নিরিখে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত। চিনের থেকে প্রায় ২৮ লক্ষ জনসংখ্যা বেশি ভারতের। রাষ্ট্রপুঞ্জ কর্তৃক প্রকাশিত রিপোর্ট এই তথ্য উঠে এসেছে।

বুধবার রাষ্ট্রপুঞ্জ পপুলেশন সংক্রান্ত একটি নথি প্রকাশ করেছে। সেখানে ২০২৩ সালের বিশ্ব জনসংখ্যার হিসেবের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ভারতের জনসংখ্যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১৪২.৮ কোটি। চিনের বর্তমান জনসংখ্যা ১৪২.৫ কোটি। চিনের থেকে ভারতের জনসংখ্যা ২৮ লক্ষ বেশি।

জনসংখ্যা নিরিখে প্রথম স্থানে ভারত দ্বিতীয় স্থানে চিন এবং তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে জনসংখ্যা ৩৪ কোটি। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে এই রিপোর্ট পাওয়া গেছে। রাষ্ট্রপুঞ্জ সব দেশের জনসংখ্যার তথ্য সংগ্রহ করে একটি রিপোর্ট প্রকাশ করা শুরু করে ১৯৫০ থেকে। এবার প্রকাশিত তথ্যতে এই প্রথম চিনকে ছাপিয়ে গেল ভারতের জনসংখ্যা। জানা গেছে, ভারতের জনসংখ্যার ২৫ শতাংশের বয়স শূন্য থেকে ১৪ বছরের মধ্যে, ১৮% এর বয়স ১০ থেকে ১৯ এর মধ্যে, ২৬ শতাংশের বয়স ১০ থেকে ২৪ এর মধ্যে, ৬৮% এর বয়স ১৫ থেকে ৬৪ এর মধ্যে। সাত শতাংশের বয়স ৬৫ বছরের বেশি। বৃদ্ধ-বৃদ্ধাদের গড় বয়সের ক্ষেত্রে ভারতের থেকে চিন অনেকটাই এগিয়ে। সেখানে মহিলাদের গড় বয়স ৮২ বছর এবং পুরুষদের ৭৬ বছর। আর ভারতে এই বয়স যথাক্রমে ৭৪ ও ৭১বছর।

বিশেষজ্ঞদের মতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি দেশের অর্থনীতিতে সুবিধা হবে। উপভোক্তা চালিত দেশীয় অর্থনীতির উন্নয়নে দেশের তরুণ জনসংখ্যা একটি প্রধান ফ্যাক্টর হবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় সুযোগ নিয়ে আসবে।

বিশ্বের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ অংশ ভারত ও চিনের জনসংখ্যা। তবে দু’দেশেই জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। ২০১১ সাল থেকে ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.২% যা আগের দশ বছরের ছিল ১.৭ %।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *