আমাদের ভারত, ১২ অক্টোবর: আজ থেকে নয়, পাঁচ হাজার বছর ধরেই ভারত ধর্মনিরপেক্ষতার আদর্শকে বহন করছে। বুধবার মহারাষ্ট্রে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধান মোহন ভাগবত এমনটাই বলেছেন।
সংঘ প্রধান বলেন, “মাতৃভূমিকে আমরা ঐক্যের প্রতীক হিসেবে দেখি। আমাদের ৫০০০ বছরের ইতিহাস বলছে ভারত ধর্মনিরপেক্ষ। সব তত্ত্ব ও জ্ঞানের উপসংহার এটাই।”
তিনি বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধের কথা বলেছেন। তাঁর কথায় গোটা বিশ্ব একটা পরিবার, এটাই আমাদের অর্থাৎ ভারতবাসীর অনুভব। সবার সেটা জানা উচিত এবং সেই ভাবেই সকলের আচরণ করা উচিত।”
মোহন ভাগবতের বক্তব্য, “বিশাল বৈচিত্রের মধ্যেও ঐক্যের যে ছবি এখানে ধরা দেয় সেটাই ভারতবর্ষের মহানতা প্রমাণ করে। তাঁর পরামর্শ “আমাদের দেশে এত বৈচিত্র্য, একে অপরের বিরুদ্ধে লড়াই করবেন না, ভারতকে এমন ভাবে গড়ে তুলুন, যাতে বিশ্ববাসীকে একতার শিক্ষা দেওয়া যায়।”
তিনি বলেন, সাধু সন্তরা ভারত দেশটি তৈরি করেছিলেন শুধু বিশ্বের সব মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার জন্য। মেক্সিকো থেকে সার্বিয়া, আমাদের সন্ন্যাসীরা সব দেশে জ্ঞান বিতরণ করেছেন।