আমাদের ভারত, ৩ মে: পাকিস্তানি পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। সিন্ধু জলচুক্তি রদ, আকাশ সীমা বন্ধের পর পাক অর্থনীতিতে এবার সার্জিক্যাল স্ট্রাইক চালালো ভারত।
পাকিস্তান থেকে আসা সমস্ত পণ্য নিষিদ্ধ করে সে দেশের অর্থনীতিতে আঘাত হানতে শুরু করলো ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তে শাহবাজ শরিফের রাজকোষের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার ক্ষতি হবে। যার কুফল প্রকাশিত হবে সে দেশের রপ্তানি বাণিজ্যের ব্যবসাদারদের ওপর। এর সঙ্গে পাকিস্তানের পাল্টা বাণিজ্য অবরোধ জারি করায় সে দেশের অর্থনীতি কিছুদিনের মধ্যে ধুঁকতে শুরু করবে।
২০১৯ সালের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অনেকটাই কমেছে ভারতের। ২৪-২৫ আর্থিক বর্ষে ভারত ৪৪৭.৬৭ মিলিয়ন ডলারের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছে। সেখানে আমদানি করেছে মাত্র ০.৪২ মিলিয়ন ডলার।
কম পরিমাণে হলেও পাকিস্তানের বেশ কিছু শিল্প নির্ভর করে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর। ফলে ভারতের এই সিদ্ধান্তে সে দেশের কিছু শিল্প প্রত্যক্ষ ভাবেই ক্ষতির সম্মুখীন হবে।
২০২৪ সালে পাকিস্তান ভারত থেকে আমদানি করেছিল, অর্গানিক কেমিক্যাল ১৬৪.১৯ মিলিয়ন ডলার, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ১২০.৮৬ মিলিয়ন ডলার, প্লাস্টিক ৪.৯৪ মিলিয়ন ডলার, ইন অর্গানিক কেমিক্যালস, প্রিসিয়াস মেটাল কমপাউন্ড ৪.৬৭ মিলিয়ন ডলার। খনিজ জ্বালানি তেল পরিশোধনের সামগ্রী ২.৭০ মিলিয়ন ডলার, বিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রী ২.০৯ মিলিয়ন ডলার। বিভিন্ন ধরনের ভোজ্য সামগ্রী ১.২০ মিলিয়ন ডলার, মেডিকেল অ্যাপারেটার অপটিক্যাল ইন্সট্রুমেন্ট ০.৩৮ মিলিয়ন ডলার। এছাড়াও বিভিন্ন খাদ্যশস্য, সবজি, গাড়ির যন্ত্রাংশ ডেয়ারি সামগ্রী ও মশলা পাকিস্তানে যায়।
আমদানি- রপ্তানি বাণিজ্য বন্ধে পাকিস্তানের ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল এবং খাদ্যক্ষেত্রে বিশাল পরিমাণের ক্ষতি হবে। অপ্রত্যক্ষ বাণিজ্য যেমন তৃতীয় দেশ অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী, আফগানিস্তান সিঙ্গাপুর থেকে আসা পণ্যের পরিমাণ দশ বিলিয়ন ডলার আর তা সুদে মূলে পাকিস্তানের অর্থভাণ্ডার কিছুদিনের মধ্যে তছনচ হয়ে যাবে।