টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

আমাদের ভারত, ২ ডিসেম্বর :
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল ভারত। অস্ট্রেলিয়ার ওভালে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে টস করতে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। টসে জিতে বিরাট কোহলি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ওভালের পিচ এদিন কিছুটা হলেও ব্যাটিং সহায়ক। পিচের মধ্যে কোন ঘাস দেখা যায়নি। এমনকি ছোটখাটো কোনো ফাটল না থাকায় পিচ ব্যাটিং সহায়ক। তবে মিডল ওভারে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা।

টসে জিতে বিরাট কোহলি বলেন তারা প্রথমে ব্যাটিং করতে চায়। খুব ভালো উইকেট। এর আগেও তারা এই পিচে খেলেছে। মূলত ব্যাটিং সহায়ক উইকেট। তাদের লক্ষ্য থাকবে বেশি রান তুলে অস্ট্রেলিয়াকে যথাসম্ভব চাপে রাখা। তবে তিনি মনে করিয়ে দেন ফিল্ডিং এবং বোলিং করার সময় খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজের উন্নতি করা দরকার। সেইসঙ্গে শেষ দুটো ম্যাচের কথা ভুলেই মাঠে নামছে কোহলি একাদশ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক ফিঞ্চ বলেন তাদের দলে তিনখানা পরিবর্তন হয়েছে। চোট পাওয়ার কারণে এদিন স্ট্রাক্টকে পাওয়া যাবে না। এছাড়া ডেভি এবং প্যাট কামিন্স এ দিনের খেলায় বিশ্রাম দেওয়া হয়েছে। তবে ওয়ানডে ম্যাচে এদিন ক্যামেরণ গ্রিনের অভিষেক হচ্ছে। এছাড়া সিন অ্যাবট ও অ্যাস্টন আগারকে এদিন দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের লক্ষ্য ভারতকে হোয়াইট ওয়াশ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *