Tathagata, India, Bangladesh, ভারত-বাংলাদেশ সম্পর্ক, ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশির বার্তা ছড়িয়ে দিলেন তথাগত

আমাদের ভারত, ১৫ অক্টোবর: ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশির বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার এক্সবার্তায় তথাগতবাবু লিখেছেন, “ফ্রান্স প্রবাসী এক বাংলাদেশি মহিলা বর্ষা ইসলামের পোস্ট থেকে: ”আমি একজন বাংলাদেশি হয়ে বলছি বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রম ১ বছর বন্ধ থাকুক। মেডিকেল ভিসাও যেন চালু না রাখে। সেই সাথে সকল ধরনের বাণিজ্যও বন্ধ করে দিক। ভারতীয় পেঁয়াজ, আলু, বিদ্যুৎ, গ্যাস, সুতো, পোশাক কিছুই যেন এদেশে না আসে। ভারত যেন ১ বছরের জন্য সবধরনের সম্পর্ক ছিন্ন করে..এটার দরকার আছে।

চীন বন্ধু, তুরস্ক বন্ধুর থেকে চড়া ডলারে পেঁয়াজ, আলু আমদানি করুক। পাকিস্তানের কথা বলছিনা কারণ পাকিস্তান নিজেই দেউলিয়া। চিকিৎসার জন্য শেষ সম্বল বিক্রি করে হলেও মালয়েশিয়া, সিঙ্গাপুর যাক না, ওখানকার চিকিৎসা ব্যবস্থাও তো ভালো। তবে সমস্যা হলো ভারতের চাইতে তিন থেকে পাঁচগুণ বেশি টাকা লাগে। সমস্যা নেই, ধনী বাংলাদেশিরা সেটা afford করতে পারবে।

বাংলাদেশে ইউরোপীয় বিভিন্ন দেশের দূতাবাস পর্যন্ত নেই। আগে সেসব দেশের ভিসা সংগ্রহের জন্য হলেও ভারতে যেতে হতো। এখন বাংলাদেশিরা যেন লাখ লাখ টাকা প্লেন ভাড়া দিয়ে চীন থেকে ভিসা সংগ্রহ করে…
এদেশের মানুষ এখনো ভারতের গুরুত্ব বোঝেনি। ভারতেরই পেটের ভেতরে থাকা দেশ, ভারতের অনুপস্থিতিতে কী কী ক্ষতি হতে পারে তা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। কারণ একদিকে তারা ভারত বিরোধী আন্দোলন করতো, আবার কয়েকমাস ঠান্ডা, কাশি স্থায়ী হলেই নির্লজ্জের মত ভারতীয় দূতাবাসে একটা ভিসার জন্য লাইনে দাঁড়াতো। ভারতও সঙ্গে সঙ্গে ভিসা দিয়ে দিত। ভারতই এজন্য দায়ী, তারাই মাথায় তুলেছে।

এখন ভারত এমন শক্ত পদক্ষেপ না নিলে দেশে ভারতবিদ্বেষী কমবে না, বরং অকারণে বাড়তেই থাকবে। ভারতে জঙ্গি চাষ হতে বেশি সময় লাগবে না… সেই সাথে ড: ইউনুসেরও উচিৎ হবে ভারতীয় ভিসা বন্ধকালীন সময়ে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের সুরক্ষা নিশ্চিত করা, দেশে ভারত বিদ্বেষী জঙ্গিগোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে রাখা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে জঙ্গিদের আক্রমণেই তাকে আমেরিকা গিয়ে পালাতে হবে।

এরপর দেখবেন এরাই একসময় ভারতীয় ভিসা চালুর জন্য করুণ গোঙানি ও হা-হুতাশ করবে। অকৃতজ্ঞ বাংলাদেশিরা মরিয়া হয়ে উঠবে। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের জনগণই ভারতের সাথে সম্পর্কের অবনতির জন্য suffer করে আর বাংলাদেশের মতো দেশের কথা তো বলাই বাহুল্য… ঐ যে বললাম না, নিজেদের গুরুত্ব জানান দিতে হলে মাঝে মাঝে ভারতীয় ভিসা বন্ধ করতে হয়…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *