“ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‍্যালি” এসে পৌঁছাল ইসলামপুরের বড়বিল্লা সীমান্ত চৌকিতে

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ জানুয়ারি: প্রতিবেশী দেশ বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে বিএসএফের নিবিড় যোগাযোগ রক্ষা করার লক্ষ্যে “ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‍্যালি” আজ পৌঁছাল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাঞ্জিপাড়ার বড়বিল্লা সীমান্ত চৌকিতে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানের একটি দল দুই দেশের সীমান্ত এলাকার বাসিন্দাদের সাথে সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে এই মৈত্রী সাইকেল র‍্যালি উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার বড়বিল্লা সীমান্ত চৌকিতে পৌঁছাতেই বিএসএফের ১৭১ নম্বর ব্যাটেলিয়নের আধিকারিক ও জওয়ানরা তাদের সম্বর্ধনা জানায়। বিএসএফের ১৭১ নম্বর ব্যাটালিয়নের বড়বিল্লা সীমান্ত চৌকিতে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি অনুষ্ঠানও করে। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট যোগেন্দ্র দেবাশীষ।

গত ১০ জানুয়ারি ভারত-বাংলাদেশের পশ্চিমবঙ্গের পানিতোর জিরো পয়েন্ট থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‍্যালি। দুই দেশের সীমান্ত এলাকার বর্ডার রোড ধরে এই মৈত্রী সাইকেল র‍্যালি শেষ হবে আগামী ১৫ ফেব্রুয়ারি মিজোরামের শিলতোর সীমান্তে। শুক্রবার এই মৈত্রী সাইকেল র‍্যালি এসে পৌঁছায় উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের বড়বিল্লা সীমান্তচৌকিতে। সেখানে মৈত্রী সাইকেল র‍্যালিতে অংশ নেওয়া বিএসএফ জওয়ানদের সম্বর্ধনা জানায় বড়বিল্লা সীমান্ত চৌকির বিএসএফ আধিকারিক ও জওয়ানরা।

বড়বিল্লা সীমান্ত চৌকির বিএসএফ কমান্ডেন্ট যোগেন্দ্র দেবাশীষ জানিয়েছেন, ভারত ও বাংলাদেশ দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে এবং সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ মানুষের সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করার লক্ষ্যে এই মৈত্রী সাইকেল র‍্যালি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *