INDI alliance, Suvendu, “ইন্ডি জোটের কেবল পিণ্ডদান বাকি আছে”, মন্তব্য শুভেন্দুর

আমাদের ভারত, ২৩ জানুয়ারি: “ইন্ডি জোটের কেবল পিণ্ডদান বাকি আছে। লোকসভা ভোটে আমরা সেটা দিয়ে দেব।” কংগ্রেস নেতাজি সেজে বাজারে ঘুরছে। আর সংহতি মিছিল ব্যর্থ হতে তৃণমূল বলছে নেতাজি থাকলে ধর্মান্ধতা থাকত না। এক রামের ধাক্কায় ইণ্ডি জোটের পিণ্ডি চটকে গেল? সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে মঙ্গলবার এ কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সংহতি যাত্রায় মমতা ব্যানার্জি বলেছেন, ৩৪ বছর যাদের বিরোধিতা করেছি, তাদের কোনও পরামর্শ মানব না। আবার বলছেন কংগ্রেসও কোনও বিষয় নয়। শরিকদের নিয়ে তৃণমূল নেত্রীর এরকম মন্তব্য নিয়ে কী বলবেন? এর উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, “ওটা মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরিকে জিজ্ঞাসা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *