Sukanta, Bankura, সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বাঁকুড়ায় নির্দল কাউন্সিলরের বিজেপিতে যোগদান

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২২সেপ্টেম্বর: বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার নির্দল কাউন্সিলর অন‍্যনা চক্রবর্তী বিজেপিতে যোগদান করেন। এর ফলে বাঁকুড়া পুরসভায় খাতা খুলল পদ্ম শিবির।

বাঁকুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী গত পুরনির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে নির্দল হিসাবে নির্বাচিত হন। তার আগের পুরনির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন। গত ২০২২ পুর নির্বাচনে বাঁকুড়া পুরসভার ২৪টি আসনের মধ্যে ২১টিতে জয়ী হয় তৃণমূল। দলীয় টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করে জয়ী হন তিনি।এছাড়াও আরোও দুই নির্দল প্রার্থী জয়ী হন। নির্দল হিসাবে জয়ী হলেও পরবর্তী সময়ে তৃণমূলের সঙ্গেই ছিলেন এমনটাই মনে করেন শহরবাসীরা।

পুরনির্বাচনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে হেঁটেছিলেন অনন্যাদেবী।শাসক দলে গুরুত্ব না পেয়ে প্রাক্তন এই তৃণমূল কাউন্সিলর তারপর থেকে নির্দল হিসাবেই কাজ করে আসছিলেন। শনিবার সন্ধ্যায় নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় আসেন। তাঁর হাত ধরে দলবদল করেন অনন্যাদেবী।

অন্যনাদেবীর বিজেপিতে যোগদানে বাঁকুড়া শহরে বিজেপির প্রভাব অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল। পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অনন্যাদেবী ও তার স্বামী মুন্না চক্রবর্তীর ভালোই জনপ্রিয়তা রয়েছে। গত নির্বাচনে নির্দল হয়ে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ী হন। অন্যদিকে শাসক দলের বক্তব্য, এতে কোনো প্রভাব পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *