আমাদের ভারত, হুগলী, ১৫ আগস্ট: ৭৪ তম স্বাধীনতা দিবস পালিত হল হুগলী জেলা শাসকের দপ্তর ও চন্দননগর পুলিশ কমিশনারেটের দপ্তরে। এদিন সকালে জেলা শাসকের দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। সামাজিক দূরত্ব বিধির কারনে এবার কিছুটা কাটছাঁট করতে হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন জেলাশাসক। একই মঞ্চে এদিন জেলার বিভিন্ন ব্লকের ছজন করোনা যোদ্ধাকে পুরস্কৃত করেন জেলাশাসক।
অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকেও জেলা পুলিশ লাইনে পতাকা উত্তোলন করেন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। কুচকাওয়াজ এর পর কমিশনারেট এলাকার নাগরিকদের শুভেচ্ছা জানান তিনি।