পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ যথাযথ মর্যাদায় উদযাপন করা হল স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক। প্যারেড কমান্ডারের নেতৃত্বে আয়োজিত হয় রাষ্ট্রীয় সেলামি।
সংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা, স্থানীয় বিদ্যালয় এবং স্থানীয় শিল্পী সংস্থা। অংশগ্রহণ করেন লোকশিল্পীরাও। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে খুব খুশি। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করা হয় সাঁতারে সম্প্রতি ইংলিশ চ্যানেল জয় করে আসা আফরিন জাবি ও জেলার বেশ কয়েকজন উজ্জ্বল ক্রীড়া ব্যক্তিত্বকে। ছাত্র-ছাত্রীদের হাতে বি আর আম্বেদকার মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।