কড়া নিরপত্তার মধ্যে সীমান্তের গ্রামগুলিতে স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদের সঙ্গে নিয়ে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১৫ আগস্ট: দেশ স্বাধীন হওয়ার পর কেটে গেছে ৭৪ বছর। দিল্লিতে জাতীয় পতাকা তোলার পর পেট্রাপোল সীমান্ত সহ আশপাশের গ্রাম গুলিতেও পতাকা উত্তলন করে পালিত হয় স্বাধীনতা দিবস। ১৫ ই আগস্ট দেশ স্বাধীন করতে যারা জীবন দিয়েছেন, তাদের বলিদান যে ভারতবাসী এখনও ভোলেনি, তার প্রমাণ পাওয়া গেল উত্তর ২৪ পরগণার ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েতে। শনিবার সকাল বিজেপি নেতা স্বপন মজুমদারের নেতৃতে সেজে উঠেছিল ভারত বাংলাদেশ সীমান্তের ঝাউডাঙা গ্রামে।

এদিন সকাল থেকে ভারত বাংলাদেশ সীমান্ত ছিল কড়া নজরদারি। তারই মাঝে বিজেপি নেতা স্বপনবাবুর নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মঞ্চ বেঁধে দেশের প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদের হাতে ফুল-মিষ্টি দিয়ে সন্মান জানালেন। এই মহতি অনুষ্ঠানের মাধ্যমে যেমন দেশের বীর সন্তানদের যেমন হার্দিক শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। তেমনি দেশের নবযৌবনের দেশমাতৃকার স্বাধীন হওয়ার যে রক্তঝরা গৌরবময় ইতিহাস সম্পর্কে বার্তা দেন বিজেপি নেতা স্বপন মজুমদার। বিজেপি নেতা স্বপনবাবু বনে, তাতে তারা যাতে দেশের যেকোন দুর্দিনে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস স্মরণ করে ঝাঁপিয়ে পড়তে পারে। এছাড়া করোনা মুকাবেলায় গ্রামের মানুষকে সচেতন করেন। এরপর সামজিক দূরত্ব রেখে স্থানীয় পড়ুয়াদের নিয়ে বি ভন্ন সংস্কৃতি অনুষ্ঠান হয় ওই গ্রামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *