bus service, Gaighata, রাস্তা দখল করে হাট- বাজার, প্রতিবাদ করায় বাসের চালক- কন্ট্রাক্টর ও যাত্রীকে মারধর, অনির্দিষ্টকালের জন্য গাইঘাটায় বন্ধ বাস পরিষেবা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৬ জুলাই: মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে সোমবার ও শুক্রবার রাস্তা দখল করে চলছে হাট-বাজার। যানজটের মধ্যে পড়ে রাস্তার উপর থেকে মালপত্র সরিয়ে নিতে বললেই বাসের চালক ও কন্ট্রাক্টরকে মারধর করা হয়। পাশাপাশি বাসের এক যাত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার ঝাউডাঙ্গা এলাকায়। এই ঘটনার প্রতিবাদে অনির্দিষ্ট কালের জন্য বনগাঁ থেকে বেড়িগোপালপুর ঘাট পর্যন্ত যাওয়ার 96C বাস পরিষেবা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিল বাসের চালক ও কন্ট্রাক্টররা।

রাস্তার উপরে হাট- বাজার শুধু ঝাউডাঙাতে নয়, গোপালনগর, বাগদা সহ বিভিন্ন এলাকায় চলে। বাসের চালক ও কন্ট্রাক্টরদের অভিযোগ, নিয়মিত সোমবার ও শুক্রবার ঝাউডাঙ্গা এলাকায় হাট বাজার বসে রাস্তাজুড়ে। যার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আজকেও সেই একই ঘটনা। রাস্তার উপরে চাষিদের ভ্যান দাঁড় করানো ছিল। সেটিকে সরিয়ে নিতে বলতেই যাত্রী সহ বাসের চালক ও কন্ট্রাক্টরকে বেধড়ক মারধর করা হয়। ছিঁড়ে ফেলা হয় ওই যাত্রীর জামা কাপড়। যতক্ষণ না পর্যন্ত এই সমস্যার সমাধান হবে ততক্ষণ বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডে এসে বাস না পাওয়ায় ফিরে যেতে হচ্ছে তাদের। যাত্রীরা জানিয়েছেন, বাস বন্ধ, সেই কারণে ফিরে যেতে হচ্ছে। এখন বাড়ি যেতে গেলে অটো বা অন্য গাড়িতে যেতে হবে। সে ক্ষেত্রে ভাড়াও বেশি লাগবে।

এনিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ বলেন, আমি জানতে পারলাম ঝাউডাঙ্গা এলাকায় আমাদের বাসের চালক ও কন্ট্রাক্টারকে মারধর করা হয়েছে। ওই এলাকায় সোমবার, শুক্রবার হাটের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এটা দীর্ঘদিনের সমস্যা। আমাকে বাসের মালিকরা ফোন করেছিল যে তারা বাস পরিষেবা বন্ধ রাখবেন। থানায় জানানো হয়েছে, পুলিশ প্রশাসন এই সমস্যার সমাধান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *