নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১০ নভেম্বর:
নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সভাকে লেটারমার্কস দিলেন মুকুল রায়। মঙ্গলবার সল্টলেকে তিনি বলেন, নন্দীগ্রামে ঐতিহাসিক সভা করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী। আমি টেলিভিশনের পর্দায় শুভেন্দু অধিকারীর সভা দেখে আপ্লুত, বলে জানিয়েছেন মুকুল রায়।
প্রসঙ্গত, নন্দীগ্রামে আজ তৃণমূল কংগ্রেস ও শুভেন্দু অধিকারী আলাদা আলাদা সভা করেছে। শুভেন্দু অধিকারীর জনসভায় জনপ্লাবন হয়েছে বলে দাবি করেছেন সর্বভারতীয় বিজেপি সহ-সভাপতি। তার সঙ্গে নন্দীগ্রাম আন্দোলনে শুভেন্দু অধিকারীকে কান্ডারী বলে বর্ননা করেন।
নন্দীগ্রামে আলাদা সভা করার জন্য তৃণমূলকে কটাক্ষ করলেন মুকুল রায়। তিনি বলেন, আজ তৃণমূলের অনেকেই নন্দীগ্রামে গিয়েছেন। এরা আগে কেউ নন্দীগ্রামে আন্দোলন করতে যাননি। এমনকি এই তৃণমূলের নেতারা নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না। তাই নন্দীগ্রামে গিয়ে নন্দীগ্রাম দিবস পালন করা হাস্যকর বলে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করেন মুকুল রায়।
পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রশংসায় আরও একবার পঞ্চমুখ হলেন মুকুল রায়। আর তার সঙ্গেই তৈরি হলো নতুন জল্পনা। কয়েকদিন ধরেই জল্পনা চলছে তৃণমূল ত্যাগ করে রাজ্যের পরিবহনমন্ত্রী এবার বিজেপি মুখী। শুভেন্দু অধিকারীর সভাকে লেটার মার্কস দিয়ে সেই জল্পনা যেন আরও বাড়িয়ে দিলেন মুকুল রায়।