নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৮ ফেব্রুয়ারি: দিল্লির হিংসা গণতন্ত্রের জন্য ভয়ঙ্কর বলে জানালেন জগদীপ ধনকর। শুক্রবার বিধাননগরের স্বভূমিতে রাজ্যপাল জানান হিংসা কখনই সমর্থন যোগ্য নয়। আমি দিল্লির হিংসার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি। নিজের মতামত ট্যুইট করে হিংসা নিয়ে উদ্বেগ জানিয়েছি। হিংসা কখনই দেশের পক্ষে ভালো নয়। তিনি আরও বলেন, আমাদের নীতি হওয়া উচিত অহিংস। গান্ধীজি অহিংসার নীতি অবলম্বন করতে বলেছেন। আমরা তার কথা মানলেই অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায়। দিল্লিতে শান্তি ফেরাতে সবার কাছে আহ্বয়ান জানান রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, রাজধানীর বুকে এমন হিংসা মানা যায় না। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ করেন রাজ্যপাল।