Vishwakarma Puja, West Midnapur, আইনটিটিইউসি’র উদ্যোগ ও পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: আগামীকাল যন্ত্রের দেবতা তথা শ্রমিকদের আরাধ্য দেবতা বিশ্বকর্মার আরাধনা হতে চলছে বাংলার বিভিন্ন প্রান্তে। আজ মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ডে তৃণমূল শ্রমিক সংগঠন আইনটিটিইউসি’র উদ্যোগে এবং পশ্চিম মেদিনীপুর জেলা বাস পরিবহন ইউনিয়ন ও মেদিনীপুর বাসস্ট্যান্ড ক্ষুদ্র ব্যবসায়ী কমিটির পরিচালনায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করা হয়। এবার এই পুজো ২৮তম বছরে পদার্পণ করল। পুজোকে ঘিরে চার দিন ধরে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পুজোর শেষ দিন আগামী বৃহস্পতিবার প্রায় হাজার দশেক মানুষের জন্য অন্নকূটের ব্যবস্থা করা হবে।

৫ বছর আগে কোভিডের কারণে পুজো হয়েছিল নাম মাত্র। কিন্তু এই বছর পুজোকে ঘিরে শ্রমিক কর্মচারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পুজোর উদ্বোধন করেন জেলা সভাপতি সুজয় হাজরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দীনেন রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের দলনেতা মহম্মদ রফিক, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি গোপাল খাটুয়া, জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী, শ্রমিক সংগঠনের নেতা গৌরাঙ্গ সিংহ, শ্যামল আইচ সহ অন্যান্যরা। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবহন ইউনিয়নের সভাপতি পার্থ ঘনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *