আমাদের ভারত, ৩১ আগস্ট: বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিজি আর্টস সেমিনার হলে এক অনুষ্ঠানে দুটি মূল্যবান বইয়ের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হল।
প্রকাশনা সংস্থা ‘হাইফেন’-এর দুটি বই একটি ‘সিচুয়েশনস অ্যান্ড কনটেক্টস— ন্যারেটিভ্স অন নাইন্টিন্থ সেঞ্চুরি বেঙ্গল’। এটির সম্পাদনা করেছেন সমাজ বিজ্ঞানের বিশিষ্ট অধ্যাপক প্রশান্ত রায়। প্রকাশ করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। তিনি বলেন, উনিশ শতকের বাংলার অনালোকিত এবং কয়েকটি আপাত বিচ্ছিন্ন অনালোচিত বিষয়কে অদ্ভুত সামঞ্জস্যে সুসংবদ্ধ করে ইতিহাসের চিরাচরিত ধারাকে ভাঙতে চেয়েছেন সম্পাদক।
অপর বই ‘উইমেন ইন দি ওয়ার অফ ফ্রিডম আনভেইল্ড -বেঙ্গল ১৯১৯-১৯৪৭’। বইটি রাজ্য লেখ্যাগারের লেখ্যাগারিক ডঃ মধুরিমা সেনের লেখা। প্রকাশ করলেন অবসরপ্রাপ্ত আই পি এস সন্ধি মুখার্জি।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বরিষ্ঠ অর্থনীতিবিদ অমিয় কুমার বাগচি-সহ কিছু বিশিষ্ট অধ্যাপক এবং অন্যান্যরা। বিশেষ অতিথি হিসেবে অমিয়বাবু বলেন, এমন উন্নতমানের বই দুটি প্রকাশ করে ‘হাইফেন’ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক প্রবাল সেন।

