আমাদের ভারত, ব্যারাকপুর, ২৪ জুন: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নেতাজি সুভাষ চন্দ্র বসু স্মৃতি বিজরিত নোয়াপাড়া থানাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছিল প্রশাসন। সেই মত নব সাজে সজ্জিত নোয়াপাড়া থানার নতুন ভবনের করা হলো উদ্বোধন। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সোমবার দুপুরে এই নতুন ভবনের উদ্বোধন করলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া।
এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাড়ুলিয়া পৌরসভার পৌর প্রধান রমেন দাস সহ পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ কর্তারা ও থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। এদিন থানার নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি নাগরিকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য একটি ডোমেনের উদ্বোধন করা হয়। তাৎপর্যপূর্ণভাবে বলা যায়, এই থানাটিকে ঘিরে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি জড়িয়ে রয়েছে। কিন্তু সেই স্মৃতিকে কোনো ভাবে বিঘ্নিত না করেই থানা সাজানোর কাজ করা হয়েছে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসুর ওপর যারা রিসার্চ করছেন বা যারা এই নিয়ে পড়াশোনা করছেন তাদের সুবিধার কথা মাথায় রেখেই থানার উন্নয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। তিনি জানান, থানার পুরনো ভবনটি হেরিটেজ হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত গ্রন্থালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন পুলিশ কমিশনার বলেন, নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি নাগরিক পরিষেবা আরো উন্নত করার বিষয় জোর দিয়েছে ব্যারাকপুর কমিশনারেট।