আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৫ নভেম্বর: মেদিনীপুর জেলা ভাগের পর দীর্ঘ ১৮ বছর পার হয়ে গিয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর আজ তমলুকের গণপতিনগরে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ভার্চুয়ালি এই ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এখানে মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর নতুন ভবনের ফলক উন্মোচন করেন জেলাশাসক বিভু গোয়েল।
জেলা ভাগের পর থেকে তমলুক শহরের অতিরিক্ত জেলাশাসকের দপ্তরকে জেলাশাসকের দপ্তরে রূপান্তরিত করে এতদিন ধরে কাজ চলছিল। ক্ষুদ্র পরিসরে খুব অসুবিধার মধ্যে সবাইকেই কাজ চালাতে হচ্ছিল। বাম আমলে জমি ও নানা সমস্যার জন্য নতুন ভবনের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে তমলুকের নিমতৌড়ি লাগোয়া ৪১ নং জাতীয় সড়ক লাগোয়া গণপতি নগরে প্রায় ১০০ একর জায়গা নতুন প্রশাসনিক ভবনের জন্য অধিগ্রহণ করা হয় দশ বছর আগে। জমি অধিগ্রহণের পরেও দীর্ঘদিন জায়গা খালি পড়েছিল। বছর দুয়েক আগে ভবনের নির্মাণ কাজ শুরু হয়। আজ সেই নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হল। জেলাশাসক বিভু গোয়েল জানিয়েছেন, খুব শিঘ্রই অফিস স্থানান্তরের কাজ হবে।