পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: মেদিনীপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কর্নেল গোলা এলাকায় নবীন প্রবীণ সম্প্রদায়ের উদ্যোগে বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ২৩তম বর্ষের শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার উদ্বোধন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়া, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের মন্ত্রী বিরবাহা হাঁসদা, জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার পিনাকি দত্ত, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সৌম্য শঙ্কর সরঙ্গি, প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, মেদিনীপুর পৌরসভার উপ পৌরপ্রধান অনিমা সাহা, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে, সরকারি আইনজীবী গৌতম মল্লিক, কাউন্সিলর মিতালী ব্যানার্জি, সমাজসেবী মদন মোহন মাইতি, দুলাল দত্ত, স্পন্দন হাসপাতালে ডাইরেক্টর মনোজ পতি, দুলাল আঢ্য, ওয়ার্ড কাউন্সিলর তথা পুজো কমিটির সভাপতি সৌরভ বসু, পুজো কমিটির সম্পাদক শংকর মাঝি, অনয় মাইতি প্রমুখ।

উদ্বোধনী মঞ্চে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা হয়। উৎসব উপলক্ষে এলাকাজুড়ে সাজসজ্জা, আলোকসজ্জা ও ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

