“তপশিলি সংলাপ” এর প্রচারে ট্যাবলো উদ্বোধন কালিয়াগঞ্জে

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২ ডিসেম্বর: তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য চালু করা “তপশিলি সংলাপ” এর প্রচারে ট্যাবলো উদ্বোধন কালিয়াগঞ্জে। বাংলার তপশীলি বাসিন্দাদের জন্য বর্তমান সরকারের আমলে যে সকল জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছে, তার কথা গ্রাম বাংলার মানুষের সামনে তুলে ধরতে তৃণমূলের “তপশীলি সংলাপ” ট্যাবলোর প্রচার যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা হল কালিয়াগঞ্জে।

আজ কালিয়াগঞ্জ শহর তৃণমূল পার্টি অফিসের সামনে দলীয় পতাকা দেখিয়ে এই ট্যাবলো যাত্রার সূচনা করেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ। উপস্থিত ছিলেন, জেলা তৃনমূলের উপদেষ্টা মন্ডলীর সদস্য অসীম ঘোষ, কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, শহর তৃণমূল সভাপতি কমল ঘোষ, জেলা তৃণমূল সহ সভাপতি বসন্ত রায়ের মতো নেতৃত্ব। বিধায়কের হাতে সূচনার পর এদিন কালিয়াগঞ্জের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় গিয়ে প্রচার চালায় তৃণমূলের এই “তপশিলি সংলাপ” ট্যাবলো নামক ৪ টি গাড়ি। এই চারটি সুসজ্জিত ট্যাবলো সমগ্র কালিয়াগঞ্জ ব্লক ঘুরে ঘুরে মানুষের কাছে প্রচার করে বেড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *