মেদিনীপুরে অক্সিজেন ও নেমুলাইজার পরিষেবার উদ্বোধন

জে মাহাতো, মেদিনীপুর, ৩০ আগস্ট:
মেদিনীপুর প্রগ্রেসিভ এসসি এস টি মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেদিনীপুরের প্রয়াত বিশিষ্ট শিক্ষিকা ও সমাজসেবী দুর্গা মৈত্রীর স্মৃতি়র উদ্দেশ্যে করোনা আবহে আক্রান্ত  রোগীদের সেবার জন্য রবিবার অক্সিজেন ও নেমু লাইজার পরিসেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছেl  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী নিমাই মৈত্র, বন্দনা মৈত্র চক্রবর্তী, দুলাল দাস ,তপন দাস সংস্থার সভাপতি পার্থ বোস, নিতাই মৈত্র, লালটু আহমেদ শম্ভুনাথ চট্টোপাধ্যায়, মান্তু আহমেদ সহ সংস্থার সমস্ত সদস্য কর্মী ও সমর্থকরাl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *