পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: আজ বুধবার মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের (স্বসাসিত) নবনির্মিত মেন গেট সহ এটিএম কাউন্টার এবং ভিজিটর্স রুমের উদ্বোধন হল। লুক্সেমবার্গ এবং ভারতীয় কোম্পানি আমেরশীল কেটেক্স কোম্পানির আর্থিক সহযোগিতায় এই গেট তৈরী হয়। অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা জানিয়েছেন, লুক্সেমবার্গের এই কোম্পানির আর্থিক সহায়তায় এবং স্বশাসিত এই কলেজের প্রচেষ্টায় কলেজের মেইনগেট, এটিএম কাউন্টার, ভিজিটর্স রুম এবং একটি পে এন্ড ইউজ টয়লেটের উদ্বোধন করা হয়েছে। এর জন্য খরচ হয়েছে প্রায় ৩২ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা ড: জয়শ্রী লাহা, কলেজের গভর্নিং বডির সদস্য তথা কোম্পানির ম্যানিজিং ডাইরেক্টর সুকুমার রায়, লুক্সেমবার্গের প্রতিনিধি তথা কোম্পানির ম্যানিজিং ডাইরেক্টর অ্যালিয়ান কোটেক্স, ডারেক্টর যশবন্ত রায়, এরিয়া ম্যানেজার অরিন্দম চক্রবর্তী সহ অন্যান্য অধ্যাপক অধ্যাপিকাগন এবং শিক্ষার্থীবৃন্দ।