আমাদের ভারত, হুগলী, ১৯ আগস্ট: আজ চন্দননগর কমিশনারেটের খাদিনামোড় ট্রাফিক কন্ট্রোল রুমে এক নতুন কন্ট্রোলার সিস্টেমের উদ্বোধন করলেন, এ্যাডিশানাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বিবেক সহায়। উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ূন কবির ও এ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ ট্রাফিক ভিদিত রাজ ভুন্দেশ।
এদিন এডিজি বিবেক সহায় বলেন, আজ যে করোনা সঙ্কট তৈরী হয়েছে তার জন্য নতুন কন্ট্রোলের উদ্বোধন করলেন যাতে কোনও ভাবেই মানুষের কাছাকাছি না গিয়েই ট্রাফিকের নিয়ম ভঙ্গকারীদের বাড়িতে তার ফাইনের রিসিপ্ট পৌঁছে দেওয়া যাবে। তিনি এও বলেন, এরপর ট্রাফিক নিয়ম ভঙ্গ করে কেউ আর রেহাই পাবে না। আধুনিক সিস্টেমেটিক ক্যামেরা ও সেন্সারের মাধ্যমে সেই নিয়ম ভঙ্গকারীদের বাড়িতে পৌঁছে যাবে তার ফাইনের রিসিপ্ট, এবং পর পর তিনবার নিয়মভঙ্গকারীর লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে বলে জানান তিনি।