বাঁকুড়ায় মঞ্জুষার বিপনন কেন্দ্রের উদ্বোধন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ সেপ্টেম্বর: পুজোর মুখেই বাঁকুড়া শহরে উদ্বোধন হল “মঞ্জুষা “র বিপনন কেন্দ্রের। আজ সকালে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা মোড়ের কাছে এই বিপনন কেন্দ্রের উদ্বোধন করা হয়। রাজ্যের তাঁত ও হস্তশিল্পীদের তৈরী সম্ভার এই বিপনন কেন্দ্র থেকে বিক্রয় করা হবে। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিপনন কেন্দ্রের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর তথা বিধায়ক অরূপ চক্রবর্তি, পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বিধায়ক অলক মুখার্জি, পৌরপ্রধান অলকাসেন মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় বলেন, অনেকদিনের আশা ছিল বাঁকুড়ার বুকে এরকম একটি বিপনন কেন্দ্র চালু হোক। আজকের দিনে এই বিপনন কেন্দ্র চালু হওয়ায় জেলার তাঁত ও হস্ত শিল্পীদের তৈরী সম্ভার এবার এখান থেকেই মিলবে। এর ফলে জেলার হস্ত ও তাঁতশিল্পীরা তাদের উৎপাদিত সম্ভার এখানে বিক্রয় করার সুযোগ পাবেন। এখান থেকেই ক্রেতারা সহজেই বিষ্ণুপুরের বালুচরী, মুর্শিদাবাদের নদিয়ার তাঁতের শাড়ি, বাঁকুড়ার তাঁতের চাদর, বেডশিট, গামছা ক্রয় করতে পারবেন ক্রেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *