কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: নটি বয় গ্রুপের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের প্রাক্কালে ঘাটাল কলেজ মোড়ে মানবতার দেওয়ালের উদ্বোধন করা হল। ক্লাবের দুই সদস্য সুদীপ ও সানির স্মৃতির উদ্দেশ্যে এই মানবতার দেওয়াল উৎসর্গ করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। তাদের মূল উদ্দেশ্য গরিব মানুষরা মানবতার দেওয়াল থেকে যাতে জামা-কাপড় পেতে পারে তারই ব্যবস্থা করা। সাধারণ মানুষদের বার্তা তাদের ছোট জামা কাপড়, বাতিল জামাকাপড় যেন এখানে রেখে যান। গরীব মানুষরা তা সংগ্রহ করবেন। এই মানবতার দেয়ালের উদ্বোধন করেন ঘাটাল পৌরসভার প্রাক্তন উপ পৌরপ্রধান ও কাউন্সিলার উদয় শঙ্কর সিংহ রায়, সুদীপ মন্ডল প্রমুখ।