পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরের ১১ নম্বর ওয়ার্ডে কাজী নজরুল শিশু শিক্ষা কেন্দ্র এবং ২০৬ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্বোধন করেন মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি।
এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, স্থানীয় কাউন্সিলর লিপি বিষয়, বিশিষ্ট সমাজসেবী অরুণ চৌধুরী, সেক আজহার উদ্দিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এই শিশু শিক্ষা কেন্দ্রটি এতদিন ভাড়া বাড়িতে চলতো। এখন এলাকার পৌরসভার নিজস্ব জায়গায় প্রায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। ছুটির দিনে এই কেন্দ্র থেকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে বলে জানান পৌরপ্রধান সৌমেন খান।