আমাদের ভারত, আরামবাগ, ২০ আগস্ট: শনিবার হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের কামারপুকুর শাখার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয়ে গেল। উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়।উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী ছাড়াও ছিলেন ব্যাঙ্কের আধিকারিকগণ।
মন্ত্রী অরূপ রায় বলেন, আগামী দিনে সাধারণ মানুষ আত্মসামাজিক বিকাশে আরো বড় ভূমিকা নেবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমাদের রাজ্যে ৭১০ টি গ্রামের পঞ্চায়েত এলাকায় কোনো ব্যাঙ্কের পরিষেবা নেই সেই কথা মাথায় রেখে ২৩৬১ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় (CSP) কাস্টমার সার্ভিস পয়েন্ট বা সেন্টার করেছি যাতে এলাকার মানুষ ব্যাঙ্কের পরিষেবা থেকে বঞ্চিত না থাকে।