ইছাপুরে স্বামীজীর পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ অক্টোবর: উত্তর ২৪ পরগনার ইছাপুর মানিকতলা এলাকায় উদ্বোধন হল স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি। রবিবার রাতে স্বামীজীর এই মূর্তির উদ্বোধন করেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ।

গত ২৬ শে সেপ্টেম্বর মধ্যরাতে ইছাপুর কদমতলা এলাকায় দুষ্কৃতী হামলার ঘটনায় ভেঙ্গে গিয়েছিল স্বামীজীর আবক্ষ মূর্তি। সেই সময় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় পুজোর আগেই ইছাপুর এলাকায় স্বামীজীর নতুন মূর্তি প্রতিষ্ঠা করবে তারা। সেই মত রবিবার রাতে ইছাপুর মানিকতলা এলাকায় বসল স্বামীজীর মূর্তি।

অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক নির্মল ঘোষ বলেন, “দেশের মনীষীদের উপর আক্রমণ নামিয়ে আনছে বিজেপি। ওরা অপসংস্কৃতির ধারক ও বাহক। গোটা দেশে ওরা একই ভাবে মনীষীদের উপর আক্রমণ করছে। তবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। স্বামীজীর আদর্শ মেনে চলি। আমরা গড়ে দিলাম স্বামীজীর মূর্তি। স্বামীজীর আদর্শ ভাবধারা দিকে দিকে ছড়িয়ে পড়ুক।” ইছাপুর মানিকতলা মোড়ে স্বামীজীর মূর্তি প্রতিষ্ঠার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল নেত্রী মঞ্জু বসু, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক মলয় ঘোষ, উত্তর ২৪ পরগনা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবরাজ চক্রবর্তী সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *