ঘাটালে পুষ্প মেলার উদ্বোধন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ জানুয়ারি: বৃহস্পতিবার ঘাটালে পত্র ও পুষ্প প্রদর্শনী তথা পুষ্প মেলার উদ্বোধন হল। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম সংলগ্ন রাধারানী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুষ্পমেলার আয়োজন করা হয়েছে। ৩১তম বছরে পড়ল এই মেলা। মেলার উদ্বোধন করেন মেলা কমিটির সম্পাদক জগন্নাথ গোস্বামী।

জগন্নাথ গোস্বামী বলেন, এই বছর প্রতিকূল পরিস্থিতিতে মেলা করতে হচ্ছে। মেলাতে কোনও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং অনুষ্ঠান করা হবে না। মেলায় মাস্ক পরে আসা এবং স্যানিটাইজার বাধ্যতামূলক। এই বছর মেলাতে চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া সহ বিভিন্ন ফুল ও ফলের গাছ এবং পাতাবাহার গাছ প্রদর্শনীতে আছে।

মেলার কর্মকর্তারা জানান, অন্যান্য বছর দেড় হাজার টব আসে কিন্তু এবছর ৬০০ টব এসেছে। মেলায় গাঁদা, চন্দ্রমল্লিকা, ডালিয়া, পমপম সহ বিভিন্ন ফুল ও ফলের গাছ প্রদর্শিত হচ্ছে। ১০ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *