আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ আগস্ট: সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবারে কান্দি পঞ্চায়েত সমিতি ও কান্দি যশোহরি আনুখা দুই গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে “পরিবেশ বান্ধব ইকো পার্ক” এবং শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের মূর্তি উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন কান্দি পৌরসভার প্রশাসক অপুর্ব সরকার, কান্দি বিডিও নীলাঞ্জন মন্ডল, কান্দি থানার আইসি অরূপ রায়, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।

পরিবেশ বান্ধব ইকো পার্ক উদ্বোধন উপলক্ষে বিশেষ যজ্ঞ অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল সোমবার। প্রায় ছয় লক্ষ টাকা ব্যায়ে এই পার্ক ও মূর্তি উদ্বোধন করা হয়।

