পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি ক্লাস রুমে শুরু হলো ডিজিটাল ক্লাস। বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন হলো ক্লাস রুমগুলির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডিপিএসসি’র চেয়ারম্যান অনিমেষ দে, ডেবরা চক্রের এসআইএস সাথী দে সহ অন্যান্যরা।
পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে বলেন, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম আমার দেখা একটি প্রাইমারি স্কুল যেখানে সমস্ত ক্লাসরুম ডিজিটাল হলো। আমি আসতে পেরে খুব খুশি হয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃস্নেন্দু হাইত জানান,আমাদের স্কুলে একটিই ডিজিটাল ক্লাস রুম ছিল।বর্তমানে ব্রেথওয়ে নামক একটি সংস্থার সহযোগিতায় প্রত্যেকটি ক্লাস রুমে ডিজিটাল সিস্টেম চালু করা হলো। পাশাপাশি কোনো শিক্ষক যদি কোনো কারণ বসত স্কুলে আসতে না পারেন, তাহলে বাড়ি থেকে বা মোবাইল থেকে স্কুলে পড়াতে পারবেন। আধুনিক, যুগে এই ডিজিটাল মাধ্যম বাচ্চাদের খুবই প্রয়োজন। মোট ৫টি ক্লাস রুমকেই ডিজিটাল ক্লাস রুম করা হয়েছে৷