Dialysis Unit, Nayagram Hospital, ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৫
জুলাই: নয়াগ্ৰাম বিধানসভা এলাকা সহ পার্শ্ববর্তী জেলা পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে সুখবর।এলাকার কিডনি সংক্রান্ত মরনাপন্ন রোগীদের সুবিধার কথা ভেবে ঝাড়গ্রাম জেলার নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে চালু হলো ডায়ালিসিস ইউনিটের। পিপিপি মডেলে পাঁচ বেডের এই ডায়ালিসিস ইউনিট আগামী দিনে এলাকার দুঃস্থ পরিবারের রোগীদের জন্য বিশেষ সহায়ক হবে বলে আশা ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য দফতরের।

বৃহস্পতিবার নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের এই ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন ঝাড়গ্ৰাম জেলা স্বাস্থ্য আধিকারিক ভুবন চন্দ্র হাঁসদা। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার ডাক্তার দেবাশীষ মাহাতো, নয়াগ্ৰাম ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার শান্তনু টুডু প্রমুখ। পিপিপি মডেলে চলবে এই ডায়ালিসিস ইউনিট। মোট পাঁচ বেডের মধ্যে এদিন প্রথম দিনে একজন রোগীকে দিয়ে পরিষেবা চালু হয়েছে।

নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতাল মূলত ঝাড়গ্ৰামে জেলা তথা জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এলাকার মুমূর্ষু রোগীদের কাছে ডায়ালিসিসের মতো উন্নত চিকিৎসা দূর অস্ত। তবে এই পরিষেবা আগামী দিনে অনেক গরিব পরিবারের রোগীর জীবন বাঁচাবে বলে মনে করছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি জেলার সীমান্তে অবস্থানের কারণে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালের উপর নির্ভরশীল পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার মানুষ। স্বাভাবিক ভাবেই প্রত্যন্ত এলাকার এই হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু স্বাস্থ্য ক্ষেত্রে একটি মাইল ফলক বলে মনে করছে সব মহল।

এ বিষয়ে ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এটা অনেক দিনের ইচ্ছে ছিল। আজকে সেটা সফল হয়েছে। এর আগে এলাকায় মানুষজনকে ৫৫ কিলোমিটার দূরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর করতে হতো। এখন থেকে আর বাইরে যেতে হবে না।

হাসপাতালে চিকিৎসা করাতে আসা অমিত নায়েক বলেন, এর আগে আমাদের এই হাসপাতালে ডাইলসিস ওয়ার্ড ছিল না। চিকিৎসা করাতে এসে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বা ঝাড়গ্রাম জেলা মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভর করতে হতো। এখন থেকে সেই পরিষেবা আমরা এখানেই পাবো। আমরা খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *