বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ সেপ্টেম্বর: বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কান্দি মোহনবাগান মাঠের কাছে সোমবার বিএমপি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের উদ্বোধন করা হল। উদ্বোধন করেন কান্দি পৌরসভার প্রশাসক তথা মুর্শিদাবাদ জেলার কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অপূর্ব সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কান্দির বিডিও নীলাঞ্জন মন্ডল, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি কাকলি রাজবংশী, কান্দি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পার্থ প্রতিম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিরা।
বর্তমানে এই পদ্ধতিতে মাছ চাষে ব্যাপক লাভ হচ্ছে। আর বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই মাছ চাষ প্রকল্পের উদ্বোধন করা হয়। সংস্থার অন্যতম কর্মকর্তা আমজাদ আলি জানান, বর্তমানে শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের কথা মাথায় রেখে কান্দি মহকুমাতে বিজ্ঞান সম্মত ভাবে আমরা এই বায়োফ্লক মাছ চাষের সূচনা করলাম। আগামী দিনে কান্দি মহকুমার সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ফ্রানচাইজি দিয়ে গ্রামীন এলাকায় যাতে এই বিজ্ঞান ভিত্তিক মাছ চাষ করা যায় তার ব্যাবস্থা করা হবে।