সাথী দাস, পুরুলিয়া, ২০ অক্টোবর:
সরকারী নির্দেশ মেনেই উদ্বোধন হয়ে গেল পুরুলিয়ার ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গা পূজা। জেলা তথা রাজ্যের অন্যতম এই মেগা পূজার উদ্বোধনে ছিলেন না কোনও টলি বলির তারকা। মণ্ডপের প্রবেশ পথে ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক দফতরের মন্ত্রী শান্তিরাম মাহাতো। ছিলেন জেলা সভাধিপতি সুজয় ব্যানার্জি, স্থানীয় বিধায়ক সহ বিশিষ্ট জনরা। এবার এই কমিটির একাদশ তম বর্ষে পা দিল।
সাম্প্রতিক করোনা আবহকে মাথায় রেখেই এবার তৈরি হয়েছে মণ্ডপ ও প্রতিমা।
প্রাণ চলে যাওয়া মানব জীবনকে আবার ফিরিয়ে আনার আশা নিয়ে এবার থিম ভাবনা পুরুলিয়ার নিতুড়িয়ার ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গা পূজা কমিটির। তাদের থিম “ঝরা ফুল রাশে রাশে, মা দুর্গা আশেপাশে।” উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনায় মৃত্যু হয়েছে হাজার হাজার মানুষের। সেই সব মানুষকে ফুলের সঙ্গে তুলনা করে মণ্ডপের একটা অংশে ঝরে যাওয়া ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অন্যদিকে মূল মণ্ডপে থাকছে সেই সব ঝরে যাওয়া ফুল মানব বন্ধন সৃষ্টি করে মা দুর্গার আশীর্বাদে ফিরে আসছে পৃথিবীতে।