অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ২৮ জানুয়ারি: বুধবার বাংলাদেশে ‘বীরকন্যা প্রীতিলতা’-র উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘বীরকন্যা প্রীতিলতা’-র পরিচালক প্রদীপ ঘোষ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “পরাধীনতার শৃঙ্খল মোচনে আত্মাহুতি দানকারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের সংগ্রামী জীবন নির্ভর সেলিনা হোসেনের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্র।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার দুপুর ১টায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল)-এ উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্ৰী জনাব ড. হাছান মাহমুদ এম.পি। সেই সাথে বিভিন্ন প্রেক্ষাগৃহে শুভমুক্তি পেতে যাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার থেকে।”
ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পরে আর বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির নব্বই বছর পরে তাঁকে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়েছে ওপার বাংলায়। বেথুন কলেজ থেকেই বিপ্লবের মন্ত্রের অগ্নিশিখায় জ্বলে উঠেছিল তাঁর হৃদয়। এই চলচ্চিত্রের বিরাট পরিসর জুড়ে রয়েছে এই শহরের বেথুন কলেজ।
এই চলচ্চিত্র প্রীতিলতার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা এবং বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাসের চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। মাস্টারদা সূর্য সেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু। ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই চলচ্চিত্রটিকে পরিচালক বলতে চেয়েছেন রিয়েল প্লেস মুভি। কারণ চলচ্চিত্রটির শ্যুটিং হয়েছে ঐতিহাসিক স্থানগুলিতে।