আমাদের ভারত, হাওড়া, ১৬ অক্টোবর: করোনা পরিস্থিতিতে পুজোর আয়োজনে যাতে কোনও অসুবিধা না হয় সেই লক্ষ্যে রাজ্য সরকারের উদ্যোগে পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। সেইমতো বৃহস্পতিবার উলুবেড়িয়া থানার অন্তর্গত ১৩৯টি পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হল।
বৃহস্পতিবার উলুবেড়িয়া শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে এক অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে চেক তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলী, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস, বোর্ডের অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান, উলুবেড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক কুন্ডু সহ অন্যান্যরা। এদিন প্রতিটি পূজো কমিটির কাছে করোনা বিধি মেনে পুজোর আয়োজন করার পাশাপাশি সরকারি নিয়ম নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার অনুরোধ করা হয়।