আমাদের ভারত, হাওড়া, ২২ অক্টোবর: কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়া উদয়নারায়ণপুরের গড় ভবানীপুর বাজারে। স্বামীর পচা গলা মৃতদেহ আগলে বসে থাকল মানসিক অসুস্থ স্ত্রী। পরে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাসুদেব সাধুখা (৭৫) গড় ভবানীপুর বাজারে স্ত্রীকে নিয়ে থাকতেন। ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে। বাসুদেববাবুর বাড়ির নিচে একটি স্টেশনারি দোকান আছে। যদিও বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি দোকানে সেভাবে বসতেন না এমনকি স্ত্রীও মানসিক অসুস্থ থাকায় দোকান অধিকাংশ দিনই বন্ধ থাকত। স্থানীয় বাসিন্দারা জানান বাসুদেববাবু বাড়িতে থাকলেও তার স্ত্রী দোকান বাজার করতেন। যদিও গত কয়েকদিন ধরেই দুজনকে বাইরে দেখতে পাওয়া যাচ্ছিল না।
এদিকে বুধবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাসিন্দাদের সন্দেহ হয়। তারা পুলিশে খবর দিলে রাতেই উদয়নারায়ণপুর থানার পুলিশ বাড়ি থেকে বৃদ্ধের পচা গলা মৃতদেহ উদ্ধার করে। পুলিশ কর্তারা জানান, বুধবার রাতে তাঁরা মৃতদেহ উদ্ধার করতে গেলে দেখতে পান বাসুদেববাবুর স্ত্রী ঘরের ভেতরে বসে আছেন। যদিও তিনি স্বামীর মৃত্যুর খবর জানেন না বলে দাবি করেছেন। পুলিশ কর্তাদের বক্তব্য মৃতদেহ যেভাবে পচন ধরেছিল তাতে প্রাথমিক অনুমান বেশ কয়েকদিন আগেই বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘরে থাকা মহিলা মানসিকভাবে অসুস্থ থাকার জন্য তিনি কাউকে বিষয়টি জানায়নি। পুলিশের বক্তব্য মৃতের ছেলেকে খবর দেওয়ার পর রাতেই কলকাতা থেকে মৃতের ছেলে উদয়নারায়ণপুরে এসে পৌঁছন।