স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল: রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভে ফের রণক্ষেত্র কালিয়াগঞ্জ। বিক্ষোভকারীরা থানায় আগুন ধরিয়ে দেয়। আগুন ধরানো হয় পুলিশের একটি গাড়িতেও৷ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে থানাতে।
বিক্ষোভকারীদের থামাতে গেলে শুরু হয় জনতা পুলিশ সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে তারা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেইল ফাটাতে থাকে। কিন্তু তাতে জনতাকে ছত্রভঙ্গ করতে না পারায় রাবার বুলেট ছোড়ে পুলিশ। কখনো কখনো ইট ছুড়তেও দেখা গেছে পুলিশকে। কিন্তু তবুও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভকারীরা রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ রাজ্য সড়কের বিভিন্ন জাগায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
শেষ পর্যন্ত নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে যাচ্ছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
উল্লেখ্য, গত শুক্রবার কালিয়াগঞ্জের পালোইবাড়ি এলাকার পুকুর পাড় থেকে উদ্ধার হয় দ্বাদশ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃতদেহ। ঘটনায় ধর্ষণ করে খুনের অভিযোগে সরব হয় মৃতার পরিবার ও গ্রামবাসীরা। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পরপর কয়েকদিন ধরে বিক্ষোভ ও আন্দোলন চলে। পরিস্থিতি সামাল দিতে পালোইবাড়ির সাহেবঘাটা সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। কিন্তু এদিন ডেপুটেশন দিতে এলে রাজবংশী সংগঠনের বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় কালীবাড়ি সংলগ্ন এলাকা। জল কামান ব্যবহারের পাশাপাশি বিক্ষোভকারীদের হঠাতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ, এমনকি পরিস্থিতি সামাল দিতে মাঝে মাঝে ছোড়া হয় রাবার বুলেট। চালানো হয় ব্যাপক ধরপাকড়।