পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: জঙ্গলমহল ক্রেতা সুরক্ষা মেলা শুরু হয়েছে চন্দ্রকোনারোড শান্তিনগর ফুটবল ময়দানে। শুক্রবার ওই মেলার উদ্বোধন করেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র।

উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, জেলাপরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, গড়বেতা ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, ৫ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মনিকাঞ্চন রায়, ৬ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান জ্ঞানাঞ্জন মন্ডল, ক্রেতা সুরক্ষা দফতরের সচিব রুমেলা দে, যুগ্ম সচিব মৃদুল হালদার, জেলাশাসক খুরশিদ আলী কাদরি প্রমুখ।

