স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ জুন: ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় দুর্নীতির অভিযোগ। ২৬৯ জনকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ আদালতের। উত্তর দিনাজপুর জেলাতেও দুর্নীতির অভিযোগ, জেলাতে চাকরি থেকে বরখাস্ত চল্লিশ জন প্রাথমিক শিক্ষক।
জেলা শিক্ষা দফতরের দাবি, রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে উত্তর দিনাজপুর জেলার ৪০ জন শিক্ষক ও শিক্ষিকার নাম রয়েছে। ইতিমধ্যেই তাদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে বলে জানা গেছে। বিজ্ঞপ্তিতে থাকা নামের দুইজন শিক্ষক শিক্ষিকার বাড়ি গিয়েও কাউকে পাওয়া যায়নি। সেই শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই ক্যামেরার সামনে আসতে নারাজ। নাম প্রকাশে অনিচ্ছুক তাদের বাড়ির লোকেদের দাবি, তারা প্রত্যেকেই মানসিক চাপে রয়েছেন।

অন্যদিকে, রায়গঞ্জের সুভাসগঞ্জ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হংসুশেখর দাস জানিয়েছেন, বিজ্ঞপ্তিতে থাকা একই নামের শিক্ষক তাদের স্কুলে রয়েছেন। কিন্তু তিনি সেই কিনা তা এখনো জানা যায়নি। তবে জেলা প্রাথমিক পর্ষদ থেকে লিখিত কোনো অর্ডারও তিনি পাননি।
অন্যদিকে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মহঃ জাভেদ আলম বলেন, ইতিমধ্যেই তারা একটি নির্দেশিকা পেয়েছেন। তাতে ৪০ জন শিক্ষক শিক্ষিকার নাম আছে, তাদের নিয়োগপত্র বাতিল করতে হবে। মহামান্য আদালতের রায়কে মান্যতা দিয়ে সেই মোতাবেক তারা পদক্ষেপ করবেন বলে তিনি জানিয়েছেন।

