সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ২ মার্চ: শাসক দলের ঝড়ে আবারও বিপর্যস্ত বিরোধী শিবির। বনগাঁ পৌরসভায় রয়েছে ২২ টি ওয়ার্ড। এর মধ্যে ১৯ টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। ১ টি আসনে জয়ী হয়েছে বিজেপি, ১টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস, ১ টিতে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী জয়ী হয়েছে।
গোবরডাঙ্গা পুরসভায় রয়েছে ১৭ টি ওয়ার্ড। তৃণমূল ১৫ টি আসনে জয়ী হয়েছে। সিপিএম ১ টি আসনে জয়ী হয়েছে। ১টিতে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী জয়ী হয়েছে। যদিও তিনি তৃণমূলের নির্দেশে নির্দল থেকে ভোটের আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন।

হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ড। ২৪ টির মধ্যে ২৪ টিতেই জয়ী তৃণমূল।
অন্যদিকে অশোকনগর পুরসভার ২৩ টি ওয়ার্ড। এর মধ্যে ২০টি আসন তৃণমূলের দখলে। ২টি সিপিএম, একটিতে কংগ্রেস জয়ী হয়েছে।
বারাসত পৌরসভার দখল নিল তৃণমূল কংগ্রেস। বারাসাত পুরসভায় ৩৫ টি ওয়ার্ড। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ৩০ টি ওয়ার্ডে জয়ী হয়েছে। সিপিআইএম ৩ টি ওয়ার্ডে ও ২টিতে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী জয়ী হয়েছে।
বসিরহাট পুরসভায় রয়েছে ২৩টি ওয়ার্ড। এর মধ্যে ১টিতে বিজেপি, ১টিতে কংগ্রেস বাকি ২১ টি তৃণমূলের দখলে।

টাকি পৌরসভার মোট ওয়ার্ড ১৬টি। এর মধ্যে ২ টিতে বিজেপি, ১টিতে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী জয়ী হয়েছে।
বাদুড়িয়া পৌরসভায় মোট ১৭ ওয়ার্ড। দুটিতে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থী জয়ী হয়েছে। বাকি ১৫টি আসন তৃণমূলের দখলে।
উত্তর দমদম পুরসভায় ৩৪ টি ওয়ার্ডের মধ্যে ৩৩ টিতে জয়ী তৃণমূল কংগ্রেস, একটিতে জয়ী সিপিএম।

